Breaking News
Home / Top News / ‘পদ্মাবতী’ পেল ছাড়পত্র

‘পদ্মাবতী’ পেল ছাড়পত্র

ভারতীয় চলচিত্রের বহু বিতর্কিত  ‘পদ্মাবতী’ কে অবশেষে ছাড়পত্র দিল তাদের সেন্সর বোর্ড। ‘এটি একটি কাল্পনিক ছবি, কোনো ঐতিহাসিক চরিত্রের সঙ্গে এর সম্পর্ক নেই’ ছবির ডিসক্লেইমারে এটা লিখলে সেন্সর থেকে সার্টিফিকেট পেতে পারে পদ্মাবতী।খবর:এনডিটিভির

এছাড়াও পদ্মাবতী নাম পাল্টে ছবির নাম ১৬শ শতকের কবি মালিক মুহম্মদ জয়সির লেখা কাব্য ‘পদ্মাবৎ’ এর নামে রাখার নির্দেশ দেয়া হয়েছে।পুরো ছবির ২৬ স্থানের দৃশ্য কাটার নির্দেশ রয়েছে। ছবিতে ‘ঘুমর’ নামক গানে নাচ পরিবেশনের দৃশ্য বাদ দিতে বলেছে সেন্সরবোর্ড।

সেন্সরবোর্ডের দেয়া এ সব পরিবর্তন পরিচালক সঞ্জয় লীলা বানশালি  মানলে সার্টিফিকেট মিলবে ছবিটির।  নতুন বছরের যেকোন সময় হল মুক্তির তারিখ ঘোষণা হবে।

About protidin khabor