Breaking News
Home / Top News / অনন্ত জলিল এ বছর অভিনয় থেকে দূরে থাকবেন

অনন্ত জলিল এ বছর অভিনয় থেকে দূরে থাকবেন

ধর্ম প্রচারে ব্যস্ত থাকা ঢালিউডের আলোচিত অভিনেতা অনন্ত জলিল চলতি বছর আর কোনো সিনেমায় অভিনয় করবেন না। তিনি সম্প্রতি রাজধানীর মিরপুরে এক শো রুম উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনন্ত জলিল চলতি বছর আর কেন সিনেমা করবেন না সেটাও জানান এ সময়। তার কথা মতে, তিনি আপাতত ব্যবসা আর পরিবার নিয়েই ব্যস্ত থাকতে চান।

তবে ২০১৯ সালে ‘দ্য স্পাই- অগ্রযাত্রার মহানায়ক’ সিনেমার কাজ শুরু করবেন বলেও জানান তিনি। অনন্ত জলিলের সাথে এ সময় স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষাও উপস্থিত ছিলেন।

About protidin khabor