• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

মৃত্যুর কাছে এসব কিছুই অর্থহীন

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১০০
শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মৃত্যুর কাছে এসব কিছুই অর্থহীন
উম্মে কুলসুম মুন্নি

আজ কোথায় তুমি আর কোথায় তোমার নাকউঁচু ক্ষমতা?
কোথায় তোমার সকল দহরম মহরম?
আজ এত নিঃসঙ্গ কেন তুমি ?

আমি বলছি – আমি তাদেরই একজন – ক্ষমতার দাপটে তোমরা যাদের মানুষ মনে করতেনা,
যাদের তোমরা একান্ত উদ্দেশ্য ছাড়া মানুষের সারিতে দাঁড় করাতে না,
যাদের তোমরা চলার পথে-বিরক্তিকর ধূলোর মতোই ভাবতে ;

আজ সময় এসেছে কিছু বলার, কিছু জানার কিংবা কিছু জিজ্ঞেস করার-
বিলাসবহুল প্রাসাদ, বিলাসীতার উন্নত জীবন, স্তরে স্তরে মনোরঞ্জনের আরামদায়ক- বেশুমার বস্তু সামগ্রী, উপরে ওঠার সিঁড়ির চিহ্নিত চিত্র, যাদের দিয়ে যাচ্ছ উত্তরাধিকারী সূত্রে ক্ষমতার চাবি!
আজ তাদের বলো- তোমার চির নিদ্রার বিছানাটা একটু আরামদায়ক করে তোমাকে শয্যাশায়ী করতে,
বলো তোমাকে মূল্যবান কাপড়ে দাফন করতে,
বলো তোমার কবরে উজ্জ্বল আলোর দ্বীপ জ্বালিয়ে দিতে,
বলো তোমাকে সঙ্গ দিতে – অপেক্ষারত থাকতে -যেই ভাবে তাদের নিয়ে দুনিয়া করেছ – একে অন্যের অবিচ্ছিন্ন আপন হয়ে,
বলো-কবরের ফেরেস্তাদের প্রশ্নের সঠিক জবাব মনে করিয়ে দিতে, বলো সৎ কর্মের একটা আমলনামা হাতে দিতে !
আজ তুমি এত নিশ্চুপ কেন,বলেই দেখোনা?
কেউ তোমার ডাকে সাড়া দেবেনা, কেউ আসবেনা, কেউ আসবেনা!
দেখ- ভালো করে দেখ- তোমার বিয়োগে আজ সবার একটু হাহুতাশ ! কয়েকদিন পর সেটুকুও থাকবেনা, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে – তোমাকে ছাড়া!
তোমাকে আর কারো প্রয়োজন নেই, তবে কেন এত আয়োজন ছিলো , কেন ছিলো এত ব্যস্ততা! আর কেনই বা ছিলো এত স্বার্থপরতার বিরতিহীন যুদ্ধ?
ভেবে দেখেছ কি- সৃষ্টিকর্তার বিধিবিধান, আদেশ নিষেধ- কতটুকু মেনে চলেছিলে ?
চেয়ে দেখো – মৃত্যুর কাছে সহস্র খ্যাতি, নাম, যশঃ ক্ষমতা এসব কিছুই অর্থহীন, এ নশ্বর দুনিয়া মূল্যহীন!
শুধুমাত্র সৎ চরিত্র,আদর্শ জীবন আর সর্বশক্তিমান আল্লাহর উত্তম আনুগত্যের পাণ্ডুলিপিই হলো অনন্তকালের সুখশান্তি আর উৎকৃষ্টতর পুরুষ্কার!


আরও সংবাদ

জরুরি হটলাইন