যশোরের বেনাপোল স্থল বন্দরে অবস্থিত সাংবাদিক সংগঠন একতা প্রেসক্লাবের উদ্যোগে জাঁকজমকপূর্ণ চড়ুইভাতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর শনিবার রাত ৯’টায় একতা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে, একতা প্রেসক্লাবের সভাপতি মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে সকল সদস্যদের সমন্বয়ে এ আয়োজন করা হয়। চড়ুইভাতী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতা প্রেসক্লাবের উপদেষ্টা মুস্তাক হোসেন স্বপন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসনে উজ্জ্বল, এছাড়া আরো উপস্থিত ছিলেন একতা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাইবুর রহমান সুমন,আইন বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাকিব উদ্দিন , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূরে হাবিব, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য মোঃ জমির হোসেন স্থানীয় সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবটি সভাপতি অহিদুল ইসলাম।