• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

র‌্যাবের ছয় ব্যাটালিয়নে নতুন অধিনায়ক, ঢাকার ৫ থানার ওসি রদবদল

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৯৯
সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

র‌্যাবের ছয়টি ব্যাটালিয়নের অধিনায়ক এবং পাঁচটি উইংয়ের পরিচালক পদে ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। একই দিন ঢাকার পাঁচ থানার ওসি পদে রদবদল করা হয়েছে।

র‌্যাবের প্রজ্ঞাপনে বলা হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসানকে র‌্যাব-৮, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে র‌্যাব-৪, অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন খানকে র‌্যাব-২, অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেনকে র‌্যাব-১২, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনকে র‌্যাব-১০ এবং অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলামকে র‌্যাব-১৪ এর অধিনায়ক করা হয়েছে।
এ ছাড়া র‌্যাব সদর দপ্তরের অপারেশন শাখায় লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার, প্রশাসন ও অর্থ শাখায় লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত, যোগাযোগ শাখায় উইং কমান্ডার মো. রোকনুজ্জামান, প্রশিক্ষণ শাখায় অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম গণি এবং তদন্ত শাখায় অতিরিক্ত ডিআইজি মো. আলিমুজ্জামান পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

একই আদেশে র‌্যাব-৪ এর পুলিশ সুপার বেগম জয়িতা শিল্পীকে র‌্যাব-১৪, ক্যাপ্টেন ফয়সাল ইবনে মঈনকে র‌্যাব সদর দপ্তরের প্রশাসন ও অর্থ শাখায়, লেফটেন্যান্ট আবুল হাশেম সবুজকে র‌্যাব-১২, অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমানকে র‌্যাব-১১ এবং অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানকে র‌্যাব-৩ এ পদায়ন করা হয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা, গুলশান, শাহবাগ, তুরাগ ও বিমানবন্দর থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। ডিএমপি সদর দপ্তরের এক আদেশে গুলশান থানার ওসি আবুল হাসানকে রমনা, বিমানবন্দর থানার ওসি বি. এম. ফরমান আলীকে গুলশান, শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদারকে তুরাগ এবং রমনা থানার ওসি মনিরুল ইসলামকে বিমানবন্দর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে শাহবাগ থানার ওসির দায়িত্ব পেয়েছেন রমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।

সোমবার ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়। একই আদেশে তুরাগ থানার ওসি মেহেদী হাসানকে ডিবির লালবাগ বিভাগে বদলি করা হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন