বিএনপি’র জ্বালাও-পোড়াওয়ের কারণে বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাফেরায় যুক্তরাষ্ট্র সতর্কতা দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, এটা বিএনপির জ্বালাও-পোড়াও অপরাজনীতির ফসল।
সোমবার (২২ মে) ডিরেক্টরস গিল্টস্ এর নবনির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে যে হত্যার হুমকিদাতা রাজশাহী মহানগর বিএনপির সভাপতির সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বিএনপি যে ষড়যন্ত্রের রাজনীতি করে তারই প্রমাণ এটা।
এর আগে অভিনয় শিল্পীদের সংগঠন ডিরেক্টরস্ গিল্টস্ এর নব নির্বাচিতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।