বরগুনার পাথরঘাটা পৌর শহরের গোলচত্বর আজ (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় পরিণত হয় স্লোগানে মুখরিত প্রতিবাদের মঞ্চে। দীর্ঘদিনের পানি সংকট নিরসনের দাবিতে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতাসহ হাজারো নাগরিক দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন।
অভিযোগকারীরা জানান, নিয়মিত ট্যাক্স ও পানির বিল দেওয়ার পরও পৌরবাসী পানির সুবিধা থেকে বঞ্চিত। চারটি পাম্প থাকলেও দুটি বহুদিন ধরে অকেজো, আর বাকি দুটি দিয়ে পর্যাপ্ত চাপ না থাকায় বাসাবাড়িতে পানি পৌঁছায় না।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী শিকদার অভিযোগ করে বলেন, “পানি উত্তোলনের পাইপে দুর্নীতি হয়েছে। নিম্নমানের পাইপ বসানোর কারণে এক বছরের মধ্যেই নষ্ট হয়ে গেছে।”
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সাহেদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “পানি আমাদের মৌলিক অধিকার। দ্রুত সমাধান না হলে আমরা পৌরসভা ঘেরাও করব।”
ভুক্তভোগী মুজিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিমাসে ৫০০ টাকা বিল দিচ্ছি, অথচ পানির মুখ দেখি না। এবার যদি পানি না মেলে, আমরা আর চুপ থাকব না।”
কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।