• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

ডিএমপি কমিশনারের সঙ্গে পিটার হাসের দেড় ঘণ্টা বৈঠক

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৯৫
বুধবার, ৩০ অগাস্ট, ২০২৩
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় কমিশনারের সঙ্গে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হরুনর রশিদও ছিলেন।

বুধবার (৩০ আগস্ট) সকালে ডিএমপি সদর দফতরে যান পিটার হাস। সাক্ষাতের বিষয়টি ডিমপির মিডিয়া বিভাগ নিশ্চিত করলেও কোন বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।

তবে বৈঠকের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার), পিপিএম এর সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাতের মাধ্যমে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলেও জানানো হয়।


আরও সংবাদ

জরুরি হটলাইন