তফসিল ঘোষণার পর উসকানি, জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি জানান, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে অথবা ঘোষণার পর কেউ যদি সহিংসতা করে, তাহলে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডিবিপ্রধান।
তিনি বলেন, জনগণের নিরাপত্তা দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি থাকবে। পাশাপাশি অলিগলিতে মোটরসাইকেলে কাজ করবে পুলিশের পেট্রল টিম।
নির্বাচন কমিশনের নির্দেশনা মতো পুলিশ কাজ করবে উল্লেখ করে হারুন অর রশীদ বলেন, বিদেশে বসে কারা উস্কানি দিচ্ছে সে বিষয়ে পুলিশ জানে। কেউ যাতে নাশকতা না করতে পারে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ।