• সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

বিএনপি নির্বাচনে আসলে তফসিল পেছানোর সুযোগ আছে: ইসি আনিছুর

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৬
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

চলমান রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বিঘ্ন করেনি বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। সেই সঙ্গে তিনি বলেছেন, বিএনপি যদি নির্বাচনে আসে সে ক্ষেত্রে তফসিল পেছানোর সুযোগ আছে৷

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে সিলেট ও সুনামগঞ্জের স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, র‍্যাব, পুলিশ ও বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, শতভাগ রাজনৈতিক দল কখনো নির্বাচনে আসেনি। যদি অধিকাংশ দল অংশ নেয় সেখানেই নির্বাচনী আমেজ থাকে৷ তবে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান আগেও ছিল, এখনো আছে।

বিএনপি না এলে কোনো প্রভাব পড়বে কি এমন প্রশ্নে ইসি আনিছুর বলেন, নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না, হয়ে যাবে। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন