• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

নৌকার প্রার্থিতা ফিরে পেতে শামিম-শাম্মীর করা রিট খারিজ

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১০৫
সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক ও বরিশাল-৪ আসনের প্রার্থী শাম্মী আহমেদের মনোনয়ন বাতিলের রিট খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার (১৮ ডিসেম্বর) শুনানি শেষে তাদের রিট খারিজ করে দেয়া হয়।

দ্বৈত নাগরিকত্বের কারণে মনোনয়ন যাচাইবাছাই শেষে তাদের মনোনয়ন বাতিল করা হয়। এরপর তারা প্রার্থিতা ফিরে পেতে আদালতে যান। সেই রিটও খারিজ হয়ে গেলো।

শামীম আহমেদের নেদারল্যান্ডসের নাগরিকত্ব ছিল। তিনি নেদারল্যান্ডসের নাগরিকত্ব বাতিলের জন্য দূতাবাসে আবেদনও করেছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে নাগরিকত্ব বাতিল হয়নি। আসনটির স্বতন্ত্র প্রার্থী একে আজাদের আপিলের প্রেক্ষিতে তার মনোনয়ন বাতিল করা হয়। অপরদিকে, অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিকত্ব থাকায় প্রার্থিতা বাতিল হয় শাম্মী আহমেদের।


আরও সংবাদ

জরুরি হটলাইন