• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

কিছু না দেখে বিমানে দুর্নীতির বিষয়ে বলা ঠিক হবে না: বিমানমন্ত্রী

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৩
রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বিমানের যাত্রী সেবা ও লাগেজ হ্যান্ডেলিং আরও উন্নত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান। কিছু না দেখে সেইসঙ্গে বিমানে দুর্নীতির বিষয়ে বলা ঠিক হবে না বলেও মনে করেন মন্ত্রী।

রোববার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ে বিমানের দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিমানে অনেক দুর্নীতি আছে, সেটি নিয়ে আপনার অবস্থান কী জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিমানে দুর্নীতি আছে সেটা তো আমি স্বীকার করি না। আমাকে আগে দেখতে হবে। প্রথমেই সেটি বলব কেন? লেটস সি।’

পর্যটনমন্ত্রী বলেন, আমি আগেও এই মন্ত্রণালয়ে ছিলাম। সুতরাং এখানকার কর্মকাণ্ড সম্পর্কে আমি জানি। সেই অভিজ্ঞতার আলোকে যে কাজগুলো চলছে সেগুলো যাতে দ্রুত শেষ হয় সেই দিকটা দেখব। যাত্রী সেবা, লাগেজ হ্যান্ডেলিং কীভাবে আরও উন্নত করা যায় এবং কীভাবে আরও নতুন নতুন ডেস্টিনেশনে বিমান যেতে পারে সেগুলো দেখার চেষ্টা করব।

লে. কর্নেল (অব.) ফারুক খান আরও বলেন, ‘পর্যটন খাতে আমাদের অপার সম্ভাবনা। কীভাবে সেই সম্ভাবনা নিয়ে কাজ করা যায় সেগুলো দেখব।’

কোনো কর্মপরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মপরিকল্পনায় কোন মন্ত্রণালয় কী করবে সেটি বলা আছে, সেই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করব। এর বাইরে বিভিন্ন সময় যে বিষয়গুলো আলোচনায় আসবে সেগুলো করব।


আরও সংবাদ

জরুরি হটলাইন