• বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:১২ অপরাহ্ন

সরকারের সঙ্গে কোনো গোপন এজেন্ডা ছিল না: সিইসি

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৯৩
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

সরকারের সঙ্গে কোনো গোপন এজেন্ডা ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ত্রিমুখী চাপে নির্বাচন সুষ্ঠু করতে কমিশন বদ্ধপরিকর ভূমিকা পালন করেছে এবং সরকারের সহায়তা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব ছিল না।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন-পরবর্তী ধন্যবাদজ্ঞাপন অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

সিইসি বলেন, রাজনীতির বড় অংশ নির্বাচনে অংশগ্রহণ না করায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব বেশি অংশগ্রহণমূলক না হলেও নির্বাচন আয়োজন করায় জনগণ সাময়িকভাবে হলেও স্বস্তি পেয়েছে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, কোনো নির্বাচনই বিতর্কের ঊর্ধ্বে যেতে পারেনি। এই নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বে যেতে পারেনি, তবে সহিংসতার যে আশঙ্কা ছিল তার ঊর্ধ্বে গিয়েছে। আমরা ত্রিমুখী চাপে নির্বাচন সুষ্ঠু করতে উদ্বুদ্ধ হয়েছি৷ সরকারের সহায়তা ছাড়া সম্ভব ছিল না৷

একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নির্বাচন আরও ভাল হতো। ভোটের হার নিয়ে যারা বিতর্ক করার তারা করবেই। মো. আলমগীর বলেন, সরকারসহ সবার সহযোগিতার জন্য নির্বাচন সুষ্ঠু হয়েছে। বড় বড় রাজনৈতিক দল নির্বাচনে আসলে এই নির্বাচন আরও গ্রহণযোগ্য হতো। কোনো দলের নির্বাচনে না আসা কমিশনের ব্যর্থতা নয়। কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে নিয়ে আসার দায়িত্ব কমিশনের নয়।


আরও সংবাদ

জরুরি হটলাইন