• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

শেখ মুজিব মেডিকেলের সামনে মিলল নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১৩৫
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ফরিদপুর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তার ডিভাইডারের ওপর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডিভাইডারের মাঝে কাপড়ে মোড়ানো মৃত নবজাতককে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান সকালে মানুষ রাস্তা পার হওয়ার সময় ডিভাইডারের মাঝে কাপড়ে মোড়ানো একটি বস্তু দেখতে পায়।

কাপড়টি একটু সরানোর পর একটা নবজাতকের মাথা ও পা দেখতে পেয়ে ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে কোতোয়ালী থানার পুলিশ এসে নবজাতকের মরদেহ নিয়ে যায়।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির হোসেন  জানান পুলিশ কন্ট্রোল থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তার ডিভাইডারের ওপর থেকে কাপড়ে মোড়ানো একটি নবজাতকের মরদেহ উদ্ধার করি। মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন