আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বকশীগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মোছাঃ আমেনা শেখ। তাই আগামী মে শুরু হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন তিনি সাধারণ ভোটারদের কাছে চাইছেন দোয়া ও আর্শিবাদ।
আমেনা শেখ একজন দক্ষ নারী নেত্রী। তিনি বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের পাগলা পাড়া গ্রামের শেখ ফরিদের স্ত্রী এবং বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর গ্রামের আামিনুল ইসলাম এর কন্যা তিনি সর্বসাধারণ ভোটারদের মাঝে অনেক আগে থেকেই প্রচার প্ররোচারনা চালিয়ে যাচ্ছেন। আজ শুক্রবার সন্ধ্যায় মেরুরচর বাজারে সাধারণ মানুষের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। তিনি আরোও বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে ভবিষ্যতে আমি উন্নয়ন মূলক কাজ করার জন্য মন মানসিকতা নিয়ে আমি আপনাদের মাঝে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চাই। আজ প্ররোচারনার সময় তার সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন তার স্বামী মোঃ শেখ ফরিদ।