• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

আলোচিত ধর্ষণের মাস্টারমাইন্ড অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৭
শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

খুলনার পাইকগাছায় আলোচিত ধর্ষণের মূল হোতা একাধিক মামলার আসামি এনামুলকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার গদাইপুরের একরামুল জোয়াদ্দারের ছেলে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কপিলমুনির পূর্ব কাশিমনগরের একটি পরিত্যক্ত মাছের ডিপো থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার সুশান্ত সরকার।

এ সময় এনামুলের (২৫) দেহ তল্লাশি করে ১টি দেশীয় ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড তাজা গুলি ও একশ পিস ইয়াবা ও ৫০ পিস চেতনানাশক ট্যাবলেট উদ্ধার হয়।

পরে এনামুলের তথ্যমতে, তার মায়ের কাছ থেকে চোরাই মোবাইল ও ডুমুরিয়ার মালতিয়া গ্রামের দীপক হালদারের ছেলে সুমন হালদার (৪০) এর কাছ থেকে চোরাই স্বর্ণের দুল উদ্ধার করে পুলিশ।

এর আগে পুলিশ এ মামলায় ছামাদ সরদার (৪৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠিয়েছে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি গভীর রাতে রাড়ুলীতে স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে ভয় দেখিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর ভ্যানিটি ব্যাগ থেকে সাড়ে ১১ হাজার টাকা, ১টি মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে দুর্বৃত্তরা গৃহবধূর মুখে সুপার গ্লু আঠা লাগিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা টের পেয়ে পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

এ সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তা ইনস্পেক্টর( তদন্ত) তুষার কান্তি দাশ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এ ঘটনার মূল হোতা এনামুলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, অন্য একটি চুরির ঘটনায় আটক সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি মো. ওবায়দুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত এনামুলকে জিজ্ঞাসাবাদ করা হবে। ভুক্তভোগী খুমেক হাসপাতালে চিকিৎসাধীন।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন