• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

নাশকতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৮৬
শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ‍ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইয়াসিন আরাফাত বাবুকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাশকতাসহ ১২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্দিকোনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাবু উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামের হাজি মতিউর রহমানের ছেলে এবং সান্দিকোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ।

কেন্দুয়া থানার পরিদর্শক (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় মারধর ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বাবু।

এসব ঘটনায় ইয়সিন আরাফাত বাবুর বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে। তিনি পলাতক ছিলেন।

ওসি আরও জানান ইয়াসমিন আরাফাত বাবুকে আগের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন