• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

এক্সপ্রেসওয়ের ক্রেন রেললাইনে, ১ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৯০
শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যবহৃত একটি ক্রেন রেললাইনে পড়ে যাওয়ায় রাজধানীর সঙ্গে দেশের বেশকিছু জেলার ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।

শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন ক্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনে পড়ে যায়।

এর ফলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা ও দেশের বেশিরভাগ অংশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত হচ্ছিল ক্রেনটি।

তিনি আরও জানান ক্রেন সরানোর পর ট্রেন চলাচল শুরু হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ ছাড়া ক্ষয়ক্ষতির কোনো খবরও পাওয়া যায়নি।

 

 


আরও সংবাদ

জরুরি হটলাইন