কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য ও আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে নাগরিক সংবর্ধনা দেয় নাগরিক ফোরাম। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়। এতে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মজিদ, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতি ম. রহুল আমিন, সাধারণ সম্পাদক মো. রওশন আলী মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি পত্নী ইয়াসমিন বেগম, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুলল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক জেলা পরিষদ সদস্য শিশির উদ্দিন নাছির।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, জেলা পরিষদ সদস্য নাজিম ইউসুফ রেইন, সাবেক যুবলীগ নেতা সরোয়ার হোসেন বাবু, মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দিন রকিব, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জি এস সুমন সরকার।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি খন্দকার শাহজাহান। এ অনুষ্ঠানকে স্মরণ করে রাখতে দেশর প্রখ্যাত সংগীতশিল্পী ও আন্তর্জাতিক সংগীতশিল্পীদের আংশগ্রহনে এক মনোজ্ঞ সংস্কৃতিক আনুষ্ঠান অনুষ্ঠিত হয়।