• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

যশোরের বেনাপোলে ফেন্সিডিল সহ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১৩৮
রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

স্টাফ রিপোর্টার

যশোরের বেনাপোল পোর্টথানার সীমান্তবর্তী গ্রাম ছোট আঁচড়া হতে ২০ বোতল ফেন্সিডিল সহ মোঃ বাবু(৩৬) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। এ ছাড়াও অন্য একটি অভিযানে গ্রেফতারী পরোয়ানা মূলে অপর দুই আসামী কে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে,শনিবার(১৭ ফেব্রুয়ারী) মাদক সেবণকারী এবং ফেন্সিডিল বিক্রেতা ধৃত আসামী দেশের অন্য জেলা-উপজেলায় ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে প্রস্তুতী নিচ্ছে,এমন গোপণ সংবাদ পেয়ে অত্র থানার একটি রাত্রীকালীন পুলিশের টহল দল সীমান্তবর্তী গ্রাম ছোট আঁচড়া এলাকায় শনিবার দিনগত রাত পৌণে ৩টার দিকে অভিযান পরিচালনা করে। সঙ্গীয় ফোর্সে নেতৃত্ব দেন-সাব ইন্সপেক্টর লিখন কুমার সরকার।

তথ্য মোতাবেক পুলিশ দলটি ঐ এলাকায় আসামী বাবুকে অপেক্ষা করতে দেখে,পুলিশের অবস্থান টের পেয়ে আসামী বাবু পালাবার চেষ্টা করে,কিন্তু তার সে চেস্টা ব্যর্থ করে দিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশের রাত্রীকালীন আভিযানিক দল। পরে তার দেহ তল্লাশী করে ২০ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করে।

আসামী বাবু’র বাড়ী ছোট আঁচড়া গ্রামেই,তার পিতার নাম-মোকছেদ। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদক আইনে মামলা রুজু করে তাকে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে,শনিবার সকালে পৃথক আর একটি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের সাথে জড়িত গ্রেফতারী পরোয়ানা মূলে অপর দুই আসামীকে গ্রেফতার করে পুলিশ। আভিযানিক সঙ্গীয় ফোর্সে নেতৃত্ব দেন সাব ইন্সপেক্টর আমির হোসাইন। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

এদিকে, এ সকল আসামীদের গ্রেফতারের বিষয়ে অত্র থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন ভক্ত জানিয়েছেন- ” সীমান্তে চোরাচালান রোধ, মাদক দ্রব্য পাচাররোধ,অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয়ের নির্দেশনায় থানা এলাকাজুড়ে সার্বক্ষনিক পুলিশের টহল জোরদার রাখা হয়েছে। যার ফলশ্রুতিতে ২০ বোতল ফেন্সিডিল মাদকদ্রব্য সহ ০১জন ও বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতারী পরোয়ানা মূলে উল্লিখিত অপর দুই আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ”।


আরও সংবাদ

জরুরি হটলাইন