• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

মাথায় বল লেগে আহত মুস্তাফিজ, নেওয়া হলো হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১০৩
রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

অনুশীলন চলাকালে মাথায় বল লেগে আহত হয়েছেন জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিপিএল আসরের চট্টগ্রাম পর্বের অনুশীলন চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে আগামীকাল সোমবার বিপিএলের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। সেই ম্যাচের প্রস্তুতি নিতেই অনুশীলনে নেমেছিল সিলেট।

তবে ওয়েস্ট ইন্ডিজ তারকা ম্যাথিউ ফোর্ডের করা একটি বল মুস্তাফিজের মাথায় সরাসরি আঘাত হানে। এতে গুরুতর আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে খেলেছেন মোস্তাফিজ। এবারের বিপিএলে এখন পর্যন্ত তার শিকার ১১ উইকেট। ৩২ রান খরচায় ৩ উইকেট চলতি বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন