ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব-বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার রাতে ও রোববার বিভিন্ন সময়ে সদর উপজেলার কালিসীমা গ্রামে এ সংঘর্ষ হয়। এ সময় দুপক্ষই বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়।
আহতদের মধ্যে মামুন (৩৮), সম্রাট (১৬)মনির (৪০) রামিম (২০) সাকিব (২০) বাছির মিয়া ৫১ সোহেল ৪০ তাজিম ১০ সাগর (২৪) আশিক (৩২), রোকসানা (৫০) ও আলম (৩৪) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায় নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের খানিবাড়ি ও সিরাজ আলীর বাড়ি মিলে একটি গ্রুপে এবং দোলা বাড়ি গোষ্ঠী একটি গ্রুপ।
একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা পরিষদ সদস্য বাবুল মিয়া ও আরেকটি গ্রুপকে নেতৃত্ব দিচ্ছেন ইউপি সদস্য আরজু মিয়া। এই দুই গ্রুপের সঙ্গে সাবেক ও বর্তমান চেয়ারম্যানরাও রয়েছেন। তাদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জেরে শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাগবিতণ্ডা থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় রোববার (১৮ ফেব্রুয়ারি) বিভিন্ন সময়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান ঘটনাস্থল থেকে উভয়পক্ষের আটজনকে আটক করা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।