• বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

দেশকে এগিয়ে নিতে মৌলবাদ দূর করতে হবে : গণতন্ত্রী পার্টি

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৯৭
রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হলে মৌলবাদ দূর করতে হবে। ভাষা আন্দোলনের অনুপ্রেরণা আমাদের এখনও প্রয়োজন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার বলেন ভাষা এবং সংস্কৃতি কোন জাতির ঐক্য বিণির্মাণে সবেচেয় শক্তিশালী উপাদান। বঞ্চিত বাঙালী অধিকার আদায়ের আন্দোলনে বিভিন্ন সময় সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু এই বঞ্চিত জাতির অধিকার আদায়ের একটি ঐক্যবদ্ধ সংগ্রামের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন।

তিনি বলেন বঙ্গবন্ধু ১৯৪৮ সালে প্রথম ছাত্র যুবদের সংগঠিত করে আন্দোলনের ডাক দিয়েছিলেন। ১৩ মার্চ তাকে প্রথম পাকিস্তান সরকার আন্দোলনের কারণে কারারুদ্ধ করেন। ঢাকাসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্র শিক্ষক তরুণ যুব সমাজ বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে আন্দোলন সংগঠিত করে। জাতি ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সম্পাদক মণ্ডলীর সদস্য মিরাজুল ইসলাম জামান, দপ্তর সম্পাদক হরিপ্রসাদ মিত্র, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মায়া ভৌমিক, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আলিম, মনজুরুল ইসলাম মেঘ, আবুল সাদিদ আহমেদ সাদি প্রমুখ।


আরও সংবাদ

জরুরি হটলাইন