• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

শিশু হত্যা মামলায় একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৮৬
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ফরিদপুরে আবু বক্কার (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার দায়ে এক যুবকের ফাঁসি ও আরেক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ফরিদপুর নারী ও শিশু আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদলতে হাজির ছিলেন। পরে তাদের পুলিশ প্রহরায় জেলা হাজতে পাঠানো হয়।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. জিন্দার খলিফা (২৬)। সে জেলার নগরকান্দা উপজেলার মেহেরদিয়া এলাকার টুকু খলিফার ছেলে। একই সঙ্গে তাকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম মাহাবুল শেখ (৩৯) সেও একই উপজেলার মেহেরদিয়া গ্রামের কাঞ্চু শেখের ছেলে। আদালত মাহাবুলকে যাবজ্জীবনের পাশাপাশি ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের জুন মাসের ১ তারিখে ফরিদপুরের নগরকান্দার মেহেরদিয়া এলাকায় মুক্তিপণের দাবিতে আবু বক্কার নামের এক শিশুকে গলাটিপে হত্যা করে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। শিশু আবু বক্কার ওই এলাকার পাচু খলিফার ছেলে। পরে ওই শিশুর বাবা এ ঘটনায় নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করে। নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল গাফফার তদন্ত শেষে আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। দীর্ঘ তথ্য উপাত্ত ও সাক্ষী এবং আসামির নিজস্ব জবানবন্দি বিচার শেষে ঘটনার পাঁচ বছর পর আদালত এ রায় দিলেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন