• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

হিলি স্থল বন্দরে প্রথম বারের মতো নারিকেল আমদানি হয়েছে।

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১০৫
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

নুরুজ্জামান হোসেন
  হিলি দিনাজপুর
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে নারিকেল আমদানি হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নিশাত ট্রেডার্স নামে আমদানিকারক প্রতিষ্ঠান দুইটি ট্রাকে ৫০ মেঃটন ২৫০ ডলার করে ভারত থেকে নারিকেল বাংলাদেশে এনেছে।

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ জানান, সোমবার বিকেলে প্রথমবারের মতো ৫০ মেঃটন নারিকেল দুইটি ট্রাকে বস্তা করে ভারত থেকে বন্দরে আসে।

কাস্টমস শুল্কায়নসহ সব প্রক্রিয়া শেষে পণ্যটির আউট পাস ইস্যু করবে। এরপর অমদানি করা পণ্যটি বন্দর থেকে সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টকে বুঝিয়ে দেওয়া হবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, এবারই প্রথম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নারিকেল আমদানি করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান আমাদের দপ্তরে ডকুমেন্টস সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে।

আমরা পরীক্ষা- নিরীক্ষা করে সনদ দিলে কাস্টমস তাদের প্রক্রিয়া সম্পন্ন করে পণ্যটি হস্তান্তর করবে।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন