চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী ও ছাত্রদল নেতা জুনায়েদ জুকিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতে ইসমাইল হোসেন পাটওয়ারী উপস্থিত থাকলেও জুনায়েদ জুকি অনুপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আক্তার হোসেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন হারুনুর রশিদ জাহাঙ্গীর খান কোহিনুর বেগম ও ইয়াছিন আরাফাত।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী সলিম উল্ল্যাহ সেলিম জানান চাঁদপুরে এটি একটি গায়েবি মামলা। এর কোনো সত্যতা নেই। ন্যায়বিচার হয়নি। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।