• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

চাঁদপুরে ২ ছাত্রদল নেতার কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৯১
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী ও ছাত্রদল নেতা জুনায়েদ জুকিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতে ইসমাইল হোসেন পাটওয়ারী উপস্থিত থাকলেও জুনায়েদ জুকি অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায় ২০১৭ সালে চাঁদপুর সদর মডেল থানার এসআই মাহবুব মন্ডল বাদী হয়ে নাশকতার মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী। ওইদিন ইসমাইল হোসেন পাটওয়ারী ও ছাত্রদল নেতা জুনায়েদ জুকিকে গ্রেপ্তার করা হয়।পরে তারা জামিনে মুক্ত হন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আক্তার হোসেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন হারুনুর রশিদ জাহাঙ্গীর খান কোহিনুর বেগম ও ইয়াছিন আরাফাত।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী সলিম উল্ল্যাহ সেলিম জানান চাঁদপুরে এটি একটি গায়েবি মামলা। এর কোনো সত্যতা নেই। ন্যায়বিচার হয়নি। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আরও সংবাদ

জরুরি হটলাইন