• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

‘তরুণ প্রজন্মের প্রেরণা শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১২৬
রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

হায়দার মোহাম্মদ জিতুর ‘তরুণ প্রজন্মের প্রেরণা শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বঙ্গভবনে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তিনি। গ্রন্থের লেখক হায়দার মোহাম্মদ জিতু রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংকলিত এ গ্রন্থের উপসম্পাদকীয়গুলোতে বাঙালির শান্ত সাহস শেখ হাসিনার মানুষের অনুভূতি হয়ে ওঠার পটকে চিত্রিত করা হয়েছে। বৈশ্বিক রাজনৈতিক ইস্যু দেশের উন্নয়ন অর্জন এবং অন্যান্য প্রাসঙ্গিকতায় দেশের অবস্থান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছুটে চলা উঠে এসেছে প্রবন্ধগুলোতে। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, সচিব সম্পদ বড়ুয়া প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন