মো: আকাশ মাহমুদ:
রাজবাড়ীর পাংশায় এক অভিযান চালিয়ে দুইটি ওয়ান শুটারগান ৪টি গুলী ও ৬ টি ককটেল সহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এসময় তুষার বিশ্বাস নামে অপর এক সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়। রবিবার (২৫ ফেব্রুয়ারী) কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালিটা গ্রামের কুদ্দুসের বাড়িতে এ অভিযান চালান পাংশা মডেল থানা পুলিশ। আটককৃত সন্ত্রাসীরা হলেন, কুঠিমালিয়াট পশ্চিমপাড়া মৃত কাদের মন্ডলের ছেলে মো: কফিল উদ্দিন ওরফে কইফে এবং কুঠিমালিয়াট মধ্যপাড়া আবু বক্কর সিদ্দিকের ছেলে শাওন। পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারের নেতৃত্তে এস আই তরিকুল ইসলাম সহ পুলিশের একটি দল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাদের আটক করে। সূত্র মতে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে বিরোধী পক্ষকে হত্যার উদ্দেশ্যে উল্যেখিত সন্ত্রাসীগন পরিকল্পনা অনুযায়ী ওখানে সমবেত হয়েছিলো। জেলা পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার এ অভিযানের সার্বিক তত্তাবধান করেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং- ২৯।