• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন

রাজধানীর ১ টি কবরের দাম কোটি টাকা মাসিক হিসাবে ধরলে ভাড়া গুনতে হয় প্রতি মাসে ৫০ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৯৮
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

রাজধানীর ১ টি কবরের দাম কোটি টাকা মাসিক হিসাবে ধরলে ভাড়া গুনতে হয় প্রতি মাসে ৫০ হাজার টাকা। দোড় কোটি টাকার এই কবর আগে বিক্রি হতো ৪৫ লাক্ষ টাকায়। কিন্তু গত বছর হঠাৎ করে ৩ গুন দাম বাড়িয়ে যা এখন দাড়িয়েছে দোড় কোটি টাকায়। তবে শুধু টাকা থাকলে পাওয়া জাবে না এই কবর লাগবে উচ্চ পর্যায়ের তকবিরও এতো কিছুর পর কবর মিললেও তা হবে ক্ষনস্থায়ী একই জায়গায় দাফন করা হবে অন্য কাউকে। ঢাকায় দুই সিটি করপোরেশন এর আয়োতন প্রায় ৩০৫ বর্গকিলোমিটার এই সিমানায় বসবাস করেন প্রায় আড়াই কোটি মানুষ বিপুল সংক্ষখ এই মানুষের মধ্যে প্রতিদিন এ পৃথিবী ছাড়েন কেউ না কেউ। সিটি করপোরেশন এলাকার বাসিন্দাদের দাফন হয় নির্ধারিত কবরস্থানে অঞলভেধে এই কবরস্থানের একটি কবরের দাম সর্বোচ্চ দোড় কোটি টাকা। ঢাকা উত্তর সিটি করপোরেশন ভুক্ত বনানী কবরস্থান চালু হয় ১৯৭৩ সালে ১০ একর আয়তনের কবরস্থানটিতে ২২ হাজার কবর রয়েছে ২০০৫ সাল পযন্ত এখানে কাউকে কবর দিতে গেলে ১৫ লক্ষ টাকা খরচ হতো ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পযন্ত কবরস্থানের জায়গা সংরক্ষণ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিলো উত্তর সিটি করপোরেশন। ২০০৮ সাল থেকে পুনারায় বিভিন্ন মেয়াদ এ কবর সংরক্ষণ শুরু করে ডিএনসিসি কবর সংরক্ষণ এর নিয়ম চালু করার পর থেকে ১৫ বছরের জন্য সংরক্ষণ ফি ছিলো ২৪ লাক্ষ টাকা।
কিন্তু গেল বছর সেটি বাড়িয়ে করা হয় ১ কোটি টাকা আর ২৫ বছরের জন্য ৪৫ থেকে ১ লাফে বাড়িয়ে করা হয়েছে দোড় কোটি টাকা যা মাসিক ভাড়া হিসাবে ধরলে প্রতিমাসে দাড়ায় ৫০ হাজার টাকা।
ডিএনসিসি বলছে ধনি ব্যাক্তির কেউ মারা গেলে প্রিয়জনের কবর সংরক্ষণ করতে চায় যার ফলে আর কোনো জায়গায় থাকছে না কবরস্থানে।তাই কবর সংরক্ষণ নিরুৎসাহিত করতে টাকার পরিমান বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। যদিও সংরক্ষণ করা এই কবরে পুনারায় কবর দিতে গেলে কবরস্থান ভেদে দিতে হয় নতুন ফি বনানী কবরস্থান এ পৃণ কবর ফি ৫০ হাজার টাকা। কবর সংরক্ষণ ফি আকাশ ছোয়া হলেও বনানী কবরস্থানে জায়গা পেতে লাগে উচ্চ পর্যায়ের তকবিরও। শুধু কবরের দাফন এ শেষ নয় কবরের দেখভাল করা পানি দেওয়ার জন্য দেওয়া লাগে আলাদা টাকা না হলে অযত্নে অবহেলায় নিশ্চিহ্ন হয়ে যায় প্রিয়জনের শেষ চিহ্ন টুকু। সাড়ে তিন হাত মাটির জন্য কতই না হেনস্তা হতে হয় প্রিয়জন হারানো নগর বাসীকে


আরও সংবাদ

জরুরি হটলাইন