মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী থানার ফুলবাড়ী বাজারস্থ প্রধান সড়কে তীব্র যানযটের কারনে বাজারে আগত সাধারন লোকজন সহ এসএসসি পরীক্ষার্থীদের সময়মত যাতায়তে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় যে, ফুলবাড়ী বাজারের প্রাণকেন্দ্রের প্রধান প্রধান সড়ক সমূহের দুই পাশে ব্যাটারী চালিত অটোগাড়ীর থামিয়ে রাখায় অন্যান্য চলাচলের যানবাহন যেমন মোটর সাইকেল, বাইসাইকেল, রিক্সা, ভ্যান ইত্যাদি যানবাহনের যাত্রীগনের সহ বাজারে আগত পায়ে হাটা লোকজনের ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে। একই সাথে বর্তমানে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করতে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার পরীক্ষার্থীরা অভিভাবকের সাথে বিভিন্ন যানবাহন যোগে ফুলবাড়ীর প্রাণকেন্দ্রে উপস্থিত ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয় ও ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট) এসএসসি পরীক্ষার সেন্টারে আসা যাওয়ায় চরমভাবে হয়রানী হচ্ছে। পরীক্ষার্থীরা তীব্র যানযটের কারনে পরীক্ষা সেন্টারে পরীক্ষা শুরুর অনেক আগেই বাড়ী হতে রওনা দিতে হচ্ছে এবং পরীক্ষা দিয়ে বাড়ীতে যেতে ব্যাপক সময় নষ্ট হচ্ছে বলে দাবী অভিভাবকদের। অভিভাবক সহ স্থানীয় লোকজন দাবী করে যে, ফুলবাড়ী উপজেলায় কর্মসংস্থানের তেমন কোন ব্যবস্থা না থাকায় অনেক বেকার লোকজন ব্যাটারী চালিত অটোরিক্সা ক্রয় করে জীবিকা নির্বাহ করে। যার ফলে ফুলবাড়ীতে মাত্রারিক্তভাবে অটোগাড়ী বেড়েই চলছে কিন্তু ফুলবাড়ী বাজারের আশেপাশে কোথাও কোন অটোগাড়ী ষ্ঠান্ড না থাকায় অটোগাড়ী গুলো প্রধান দুই সড়কের পার্শ্বে অবস্থান করছে এবং সড়কের প্রস্থ কম থাকায় অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এলাকাবাসীর দাবী অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফুলবাড়ীতে সাধারন অটোগাড়ী চালকদের জন্য নির্ধারিত স্থান নির্ধারন করে ফুলবাড়ীর প্রাণকেন্দ্রের প্রধান সড়ক সমুহ উম্মক্ত রাখা হোক।