• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

গোয়াইনঘাটে উদ্ধার হওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৮৯
বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

নুরুল আলম গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাওয়া মর্টারশেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর নয়াগাঙ্গের পারে নিরাপদ স্থানে মর্টারশেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

এর আগে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়া গাঙ্গের পাড় এলাকায় গত শুক্রবার রাত ৯ টার দিকে একজন লোক নদী পারাপারের সময় হঠাৎ লোহার টুকরো পায়ের নিচে পরলে নদী থেকে তুলে নদীর পাড়ে নিয়ে আসেন। পানি দিয়ে ধুয়ার পর দেখা যায় এটি একটি মর্টারশেল। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে গোয়াইনঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টারশেলটি পুলিশের হেফাজতে নিয়ে আসে।
সিলেটে সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল খায়রুন নাহার এর নেতৃত্বে মর্টারশেলটি নিষ্ক্রিয় করতে কাজ করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আল আমীন সহ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান সহ গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যবৃন্দ।


আরও সংবাদ

জরুরি হটলাইন