• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

ব্রিজ থেকে নদীতে পড়ল বাস, নিহত ৩১

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১১৭
বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ব্রিজ থেকে একটি যাত্রবাহী বাস উল্টে নদীতে পড়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

দুর্ঘটনাকবলিত বাসটি মালির শহর কেনিয়েবা থেকে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো যাচ্ছিল। পথিমধ্যে বাগোই নদী পার হওয়ার সময় একটি সেতু থেকে সেটি উল্টে নদীতে তলিয়ে যায়। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ গুরুতর আহত হয়েছেন।

এক বিবৃতিতে মালির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, একটি বাস কেনিবা কমিউন থেকে বুরকিনা ফাসোর উদ্দেশে যাচ্ছিল। একপর্যায়ে সেটি একটি সেতু থেকে নিচের নদীতে ছিটকে পড়ে। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এমনটা হতে পারে। নিহতদের মধ্যে মালি এবং পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকরা রয়েছে।

মালিতে প্রায় সময় সড়ক দুর্ঘটনা ঘটে। রাস্তা-ঘাট ও যানবাহনের বেহাল দশার কারণে এমন ঘটনা ঘটে থাকে। এ ছাড়া গণপরিবহন খাতের ওপর দুর্বল নিয়ন্ত্রণের কারণেও অহরহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

এর আগে চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতে একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত এবং ৪৬ জন আহত হয়


আরও সংবাদ

জরুরি হটলাইন