• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

নওগাঁয় ক্যানসার চিকিৎসা নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৮৯
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যানসার কর্নার নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ‘নো-ক্যানসার পেশেন্ট হেল্প সেন্টার ও ইম্প্রেশন ফাউন্ডেশনের’ উদ্যোগে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাকিল রাব্বানীর নেতৃত্বে মানববন্ধনে কৃষক, ছাত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ক্যানসারের প্রাথমিক চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হলে রোগীরা তাদের রোগ প্রতিরোধে বিশেষ সহযোগিতা পাবে। তাদের ভোগান্তি কমবে। পত্নীতলা উপজেলায় প্রাথমিক এবং শনাক্তকারী মোট ১৭৬০ জন ক্যানসার রোগী রয়েছে।

মানববন্ধনে অন্যদের মধ্যে আদিবাসী নেতা নরেন পাহান, কৃষক নেতা মোখলেসুর রহমান, সংগঠনের সদস্য রাশেদ রানাসহ ক্যানসার রোগী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন