• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

আধুনিক সেনাবাহিনী গড়তে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১১৮
শনিবার, ২ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

দেশে আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় তোর পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজশাহী সেনানিবাসে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এর আগে রাজশাহীর উদ্দেশে সকাল সাড়ে ৯টায় ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী যোগ্য হয়ে উঠুক, সেটিই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।’তিনি বলেন, ‘জ্যেষ্ঠ সেনাকর্মকর্তাদের নিজেদের অভিজ্ঞতা অধস্তন কর্মকর্তাদের সঙ্গে বিনিময়ের মাধ্যমে দক্ষতা আরও বাড়ান।’


আরও সংবাদ

জরুরি হটলাইন