• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল নারীর

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৮১
রবিবার, ৩ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় মোছা. মনিজা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (৩ মার্চ) সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলাধীর শ্যামলী পাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিজা খাতুন উল্লাপাড়া উপজেলার মোহনপুর মিলপাড়া গ্রামের মো. হোসেন আলীর স্ত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শ্যামলীপাড়া এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন মনিজা খাতুন। এ সময় সিরাজগঞ্জ থেকে নগরবাড়ী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মনিজা।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন