• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, আরও কমবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১০২
রবিবার, ৩ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেয়াজ আসছে ভারত থেকে। এগুলো আসলে দাম আরও কমে যাবে।

রোববার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের অর্থনীতি ভালোর দিকে। দেশের মানুষ ভালো আছে। দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি তো মনে করি ভালো আছে।

অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী নিয়ে তিনি বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।

উল্লেখ্য, দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের আনোয়ারার মেয়ে ওয়াসিকা আয়শা খান। শুক্রবার (১ মার্চ) রাতে সাতজন নতুন প্রতিমন্ত্রী শপথ নেওয়া সদস্যদের মধ্যে দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।


আরও সংবাদ

জরুরি হটলাইন