সাংবাদিক ও কবি তালাত মাহমুদ (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩ মার্চ) সন্ধ্যায় শেরপুর জেলা সদর হাসপাতালে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদ্রোগ ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন।
আজ সোমবার (৪ মার্চ) বেলা ১১টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে তার প্রথম জানাজা এবং দুপুর আড়াইটায় নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুরআলগা গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা হবে।
তলাত মাহমুদের ছেলে তানসেন মাহমুদ ইলহাম জানান, রোববার সন্ধ্যার দিকে তার বাবার বুকে ব্যথা অনুভব করেন এবং অচেতন হয়ে পড়েন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।
এদিকে তার মৃত্যুতে শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন ও সাবিহা জামান শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, কবিসংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদারসহ সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।