• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

বসুন্ধরা গ্যাস সিলিন্ডার কেটে কেজি দরে বিক্রি, আটক ৩

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১১২
সোমবার, ৪ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

রাজশাহীতে অবৈধভাবে বসুন্ধরা গ্যাসের সিলিন্ডার কেটে লোহা হিসেবে বিক্রি করার অপরাধে তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৩ মার্চ) বিকাল ৫ টায়  নগরীর স্টেডিয়াম মার্কেট থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন নওদাপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মেহেদী হাসান (২২), বিহারি কলোনী এলাকার সোহেল রানার ছেলে সিয়াম (২২) ও টি বাধ এলাকার ইউসুফের ছেলে মিঠুন (২২)।

আটককৃতরা দীর্ঘ দিন থেকে স্টেডিয়াম মার্কেটে মেসার্স জাহিদ ট্রেডার্স নামক দোকান ভাড়া নিয়ে অবৈধ ভাবে গ্যাসের সিলিন্ডার সংগ্রহ করে সেগুলো কেটে লোহা হিসেবে বিক্রি করছিল।

দোকানে প্রচুর পরিমাণ সিলিন্ডার কাটা অবস্থায় পাওয়া যায়। দোকান কর্তৃপক্ষ অপরাধ স্বীকার করে জানায় তারা গ্যাস সিলিন্ডার কেটে লোহা হিসেবে বিক্রি করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র  ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম জানান, অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার কাটার জন্য সংরক্ষণ ও কেটে বিক্রির অপরাধে ৩ জন কে আটক করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এর সঙ্গে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন