• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১০২
সোমবার, ৪ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (০৩ মার্চ) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (০৪ মার্চ) দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তামান পুনচাক উতামা জাদে হিলে রেলওয়ে ট্রাকে কমিউটার ট্রেনের ধাক্কায় তারা নিহত হন।

সিলাঙ্গর ফায়ার ও রেসকিউ বিভাগের সহকারী পরিচালক আহমেদ মুখলিস বলেন, রোববার রাত ১০টা ৫৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় তারা অবৈধভাবে ট্রাকে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ভুক্তভোগীদের সকলের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। ট্রাকে ধাক্কা লাগার পর তাদের মরদেহ একপাশে ছিটকে পড়েছিল। কেউ ট্রাকে আটকা পড়েনি।

তিনি আরও জানান, রোববার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর এগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন