• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

পাংশায় পুকুরে গোসলে নেমে এসএস‌সি পরীক্ষার্থীর মৃত‌্যু

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৯১
বুধবার, ৬ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মো: আকাশ মাহমুদ:
রাজবাড়ী পাংশা উপ‌জেলা প‌রিষ‌দের পুকুরে গোসলে নেমে সৌরভ নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত‌্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল ‌পৌ‌নে ৩ টার দিকে ওই পরীক্ষার্থীর মর‌দেহ পুকুর থে‌কে উদ্ধার করা হয়।

নিহত সৌরভ পাংশা পৌর-শহরের সত‍্যজিৎপুর এলাকার আফজাল হো‌সে‌নের ছেলে।

সৌরভের সহপাঠি আতিকুর জানায়, সৌরভসহ কয়েক বন্ধু পরিক্ষা শেষ করে বাড়িতে না গিয়ে দুপুর ১টার দি‌কে উপজেলা পরিষদের পুকুরে আসি। পরে সৌরভ গোসলে নেমে সাঁতার কেটে পুকুরের এ পাড় থেকে অন‍্য পাড়ে যাবার চেষ্টা করে। সাঁতার কেটে যাওয়ার সময় মাঝ পুকুর পার হবার পর ডুবে যেতে থাকে। এটা দেখে আমি দ্রুত পানিতে নেমে ওকে বাঁচাবার চেষ্টা করেও ব্যর্থ হই। ডুবে যায় সৌরভ।
এদিকে স্থানীয়রা সহ পুকুরে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। প‌রে জেলে এবং স্থানীয়রা মাছ ধরা বেড় জাল টে‌নে সে‌ৗরভ‌কে মৃত উদ্ধার ক‌রে।
পরে পাংশা উপিজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

পাংশা মডেল থানা সাব-ইনেস্পেক্টর ওবায়দুর বলেন, সংবাদ পেয়ে আমরা গিয়েছি। বন্ধুদের সাথে পুকুরে নেমে সাঁতার কেটে অপর পাশে যেতে গিয়ে সৌরভ ডুবে যায়। পরে স্থানীয় এবং জেলেদের সহায়তায় জাল টেনে তাকে উদ্ধার করা হয়।
এদিকে কয়েকটি সূত্রে থেকে জানা যায়, নিহত সৌরভ বন্ধুদের সাথে বাজি ধরে সাঁতার কেটে উপজেলা পরিষদের ওই পুকুর পার হতে গিয়েই পানিতে ডুবে মারা যায়।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন