• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

পাংশা উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহত সৌরভ’র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১৩৪
বুধবার, ৬ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মো: আকাশ মাহমুদঃ
গত ৫ মার্চ রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের পুকুরের পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থী সৌরভ’র মৃত্যুর ঘটনায় পাংশা উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

৬ মার্চ উপজেলা পরিষদের ইউএনও’র কার্যালয়ে নিতহের বাবা আফজাল হোসেনের কাছে এ আর্থিক সহযোগিতা তুলে দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, সৌরভের অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ২০,০০০ (বিশ হাজার) টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়ছে।

উল্লেখ্য, গত ৫ মার্চ মমঙ্গলবার দুপুর ১ টার দিকে উপ‌জেলা প‌রিষ‌দের পুকুরে গোসলে নেমে এসএসসি পরিক্ষার্থী সৌরভ সাঁতার কেটে পুকুরের এ পাড় থেকে অন‍্য পাড়ে যাবার সময় মাঝ পুকুর পার হবার পর ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয় এবং জেলেদের সহায়তায় জাল টেনে তার মর‌দেহ উদ্ধার করা হয়।


আরও সংবাদ

জরুরি হটলাইন