• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

রওশন পার্টি থেকে পদত্যাগ করলেন শফিুকল ইসলাম সেন্টু

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৯৬
সোমবার, ১১ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কাউন্সিলের ৪৮ ঘণ্টা না পেরুতেই জাতীয় পার্টি (রওশন) থেকে পদত্যাগ করেছেন দলটির কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু।

সোমবার (১১ মার্চ) বিকালে রওশন এরশাদ বরাবর নিজ স্বাক্ষরিত এক পদত্যাগপত্রে পারিবারিক ও স্বাস্থ্যগত কারণে পদত্যাগের কারণ বলে উল্লেখ করেন তিনি।

এর আগে, বিভিন্ন অনিয়ম নিয়ে জিএম কাদেরের বিরুদ্ধে গণমাধ্যমে কথা বললে দলীয় পদ হারান সেন্টু। সেন্টুকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে জাতীয় পার্টি মহানগর উত্তরের ৬ শতাধিক নেতাকর্মীও পার্টি থেকে পদত্যাগ করেন।

শফিকুল ইসলাম সেন্টু জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছিলেন। অনুষ্ঠিত সাত জানুযারির নির্বাচনে পরাজিত ক্ষুদ্ধ প্রার্থীদের পক্ষ নিয়ে দলের চেয়ারম্যান ও মহাসচিবের পদত্যাগও চান তিনি।


আরও সংবাদ

জরুরি হটলাইন