মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার এসআই(নিঃ) মোঃ মোত্তাকিন বিল্লাহ বাংলাদেশ পুলিশ প্রধান (আইজিপি) কর্তৃক বিশেষ সম্মননা পেয়েছেন। অভিনব কায়দায় এ্যাম্বুলেন্সের সিটে লাশ সাজিয়ে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করায় বাংলাদেশ পুলিশ প্রধান (আইজিপি) কর্তৃক বিশেষ সম্মাননা রবিবার (১০ মার্চ) পুলিশ সুপার, কুড়িগ্রাম, ফুলবাড়ী থানার এসআই(নিঃ) মোঃ মোত্তাকিন বিল্লাহ এর হাতে তুলে দেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানায় যে, গত ইং-০৬/১১/২০২৩ তারিখ ফুলবাড়ী থানার এসআই/মোঃ মোত্তাকিন বিল্লাহ কয়েকজন পুলিশ অফিসার ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে রাত ২৩.০৫ ঘটিকার সময় ফুলবাড়ী থানার ব্রাকমোড় নামক স্থান হতে একটি এ্যাম্বুলেন্স গাড়ী ধাওয়া করেন। ধাওয়া করার একপর্যায়ে ফুলবাড়ী থানাধীন চন্দ্রখানা গ্রামস্থ ৩নং ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন-অর-রশিদ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তায় উপর এ্যাম্বুলেন্স গাড়ী চালক এ্যাম্বুলেন্স থামিয়ে কৌশলে পালিয়ে যায়। পরে উপস্থিত এলাকার লোকজনের সামনে আটককৃত এ্যাম্বুলেন্স এর ভিতরে রোগী রাখার বেড এবং অপর পাশের যাত্রী বসার আসনের মাঝামাঝি হতে সাদা কাপরে ঢাকা অবস্থায় লাশের মত দেখতে ০২ (দুই) টি লাল রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে সর্বমোট (১৫০+১০০)=২৫০ (দুই শত পঞ্চাশ বোতল) মাদকদ্রব্য ফেন্সিডিল, এবং লাল রংয়ের পলিথিনের উপর খাকি রংয়ের কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ০২(দুই) পোটলায় সর্বমোট (৯+৯)= ১৮ (আঠার) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। এ বিষয়ে ফুলবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। তিনি আরো জানান যে, মাদক নির্মুলে ফুলবাড়ী থানা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। ফুলবাড়ী থানায় এসআই/মোঃ মোত্তাকিন বিল্লাহ সহ আরো কয়েকজন চৌকস পুলিশ অফিসার সব সময় মাদকের বিরুদ্ধে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আর সে কারনেই বাংলাদেশে পুলিশ প্রধান কর্তৃক বিশেষ সম্মননা প্রদান করা হয়েছে ফুলবাড়ী থানার চৌকস পুলিশ অফিসার এসআই/মোঃ মোত্তাকিন বিল্লাহকে।