• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

গাজীপুরে স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১০৪
মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর মিলগেট এলাকায় একটি স্টিল কারখানার নিজস্ব বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ মার্চ) ভোর সোয়া ৬টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় এস এস স্টিল মিলের নিজস্ব ১১ কেভি দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ভোর সোয়া ৬টায় গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় এস এস স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন