• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

৭২ ঘণ্টা পর চন্দ্রঘোনায় ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৮১
বুধবার, ১৩ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

দীর্ঘ ৭২ ঘণ্টা পর চালু হয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরি চলাচল। বুধবার (১৩ মার্চ) ভোর ৬টা থেকে ফেরিতে কর্ণফুলী নদীতে যানবাহন পারাপার শুরু হয়েছে। এর আগে শনিবার (৯ মার্চ) মধ্য রাতে কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের জন্য আনা ক্রেন নদীতে পড়ে গেলে বন্ধ হয়ে যায় চন্দ্রঘোনা ফেরি চলাচল।

পরে মঙ্গলবার (১২ মার্চ) রাত ১১টায় চট্টগ্রাম থেকে আনা একটি বাজ ক্রেনের মাধ্যমে ডুবে যাওয়া ক্রেনটি উদ্ধার করে রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর।বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, বুধবার সকাল থেকে সচল হয়েছে চন্দ্রঘোনা ফেরি চলাচল।তিনি জানান, কর্ণফুলী নদীর ফেরি চলাচলের পথে ড্রেজিংয়ের জন্য ফেরি চলাচলের বন্ধ ঘোষণা করেছিল রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু নদীতে ড্রেজিংয়ের জন্য আনা একটি ক্রেন শনিবার মধ্যরাতে কর্ণফুলী নদীতে ডুবে যায়। যার ফলে আর ড্রেজিং করা সম্ভব হয়নি এবং চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে মঙ্গলবার ক্রেনটি উদ্ধার করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।এদিকে বুধবার চন্দ্রঘোনায় ফেরি চলাচল শুরুর পর থেকে এলাকায় গিয়ে দেখা যায়, নদীর দুপারে অসংখ্য গাড়ি অপেক্ষা করছে। এ সময় ফেরিতে চলাচলকারী চালক এবং যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন। এ সময় অনেকে এই কর্ণফুলীর এ নৌরুটে একটি সেতুর জন্য দাবি জানান।


আরও সংবাদ

জরুরি হটলাইন