• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রাস্ট ফান্ড গঠন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১০০
বুধবার, ২০ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘মো. মুনিরুল ইসলাম এবং সামসুন্নাহার বেগম ট্রাস্ট ফান্ড’ নামে নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) পিতামাতার নামে এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা ১০ লাখ টাকার একটি চেক কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেছেন।উপাচার্য লাউঞ্জে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং ট্রাস্ট ফান্ডের দাতা ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানার সহোদররা উপস্থিত ছিলেন।ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের দুজন অনাথ ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।উল্লেখ্য, প্রয়াত মো. মুনিরুল ইসলাম বিএডিসির মহাব্যবস্থাপক ছিলেন।

অন্যদিকে, মিসেস সামসুন্নাহার বেগম ২০১৩ সালে আজাদ প্রোডাক্টস কর্তৃক সম্মানসূচক ‘রত্নগর্ভা মা’ অ্যাওয়ার্ড লাভ করেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন