গাজীপুরে আশরাফুল ইসলাম ওয়াসিম নামে এক যুবলীগ নেতাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পিটুনি দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর পৌরশহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় হামলাকারীরা তার প্রাইভেটকারটি ভাঙচুর করে। আহত আশরাফুল ইসলাম ওয়াসিম শ্রীপুর পৌর শহরের আমতলী এলাকার মো. নাজিম উদ্দিন মাস্টারের ছেলে। তিনি শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি প্রার্থী।প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে ওয়াশিম প্রাইভেটকার নিয়ে শ্রীপুর বাজারে আসেন। এ সময় ১৫-২০ জন যুবক শ্রীপুর রেলগেট এলাকার পশ্চিম পাশে তার গাড়ির গতিরোধ করে। যুবকরা তাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে।শ্রীপুর থানার ওসি মো. শাহ্ জামান জানান, খবর পেয়ে ওই নেতাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো