১১ই রমজান রোজ শুক্রবার পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সদ্য প্রয়াত প্রাক্তন ছাত্র প্রকৌশলী মোঃ আবিদুল ইসলামের নামে গড়া আবিদ ফাউন্ডেশনের ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা জনাব কামরুল আহসান হাসান। এত সভাপতিত্ব করেন আবিদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব আব্দুল হান্নান। প্রধান অতিথি তার বক্তব্য বলেন একজন মানুষ যখন অসুস্থ হয় তখন সে খুবই অসহায় হয়ে পড়ে। অনেক সময় আত্মীয়-স্বজন ও আপনজনও কাছে পাওয়া যায় না। অনেক অর্থ ও সহযোগিতার দরকার হয়। আবিদ ফাউন্ডেশন এর কাজ মূলত একজন রোগীর খোঁজখবর নিয়ে শুরু থেকে সুস্থ হওয়া অবধি পাশে থাকা। তার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেয়া, সঠিক চিকিৎসার দিকনির্দেশনা দেয়া ও ফান্ড রাইজিং করা।একজন অসুস্থ রোগীর পাশে দাঁড়ানো কোন অনুদান বা দয়া নয়, বরং প্রতিটি মুসলমানের একান্ত দায়িত্ব ও কর্তব্য। আর এই কাজটি করছে আবিদ ফাউন্ডেশন । সভাপতি আবদুল হান্নান তার বক্তব্য বলেন বাংলাদেশে এখন বহু মানুষ ক্যান্সার ও লিভার সিরোসিস রোগে আক্রান্ত । আবিদ ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য তিনি সকলকে উদ্যত আহ্বান জানান । তিনি বলেন আবিদ ফাউন্ডেশন শুধুমাত্র আর্থিক সহযোগিতা করে না। একজন রোগী কোথায় চিকিৎসা করলে সু চিকিৎসা পাওয়া সম্ভব। কিভাবে চিকিৎসা ভার বহন করা সম্ভব। সবকিছুর এরেঞ্জ করাই আবিদ ফাউন্ডেশন এর মূল কাজ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আবিদ ফাউন্ডেশন এর অন্যান্য সদস্য ও উপদেষ্টাগণ বক্তব্য রাখেন। বক্তারা মরহুম প্রকৌশলী আবিদুল ইসলামের জীবন নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের ক্যান্সার, লিভার সিরোসিস সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের কিভাবে সহযোগিতা করা যায় এ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। সবশেষে সদ্য প্রয়াত পটুয়াখালীর হানজালা শিহাব, মামুনুর রশিদ, মোঃ শফিকুল ইসলাম সহ সকল ব্যক্তিবর্গের জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।