প্রধান বিচারপতি ওবায়দুল হাসান গতকাল শুক্রবার রাত ৩টার ফ্লাইটে যুক্তরাষ্ট্র রওনা হয়েছেন।আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
প্রধান বিচারপতির অবর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি এম. ইনায়েতুর রহিম বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যাভার পালনরত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আগামী ৩১ মার্চ দেশে ফিরে আসবেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।