ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় রাজধানীর চকবাজারের ইসলামবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। জানা গেছে আশেপাশে পানি না থাকায় বুড়িগঙ্গা থেকে পানি এনে এই আগুন নেভাতে হয়েছে।শনিবার (২৩ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের ইনসিডেন্ট কমান্ডার উপপরিচালক ছালেহ উদ্দিন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।তিনি বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে আসে। তবে রাস্তা সরু হওয়ায় গাড়িগুলো সেখানে প্রবেশ করতে পারেনি। দূরে গাড়ি রেখে পাইপের মাধ্যমে পানি দেওয়া হয়েছে। এমনকি কারখানার আশপাশে কোথাও পানির রিজার্ভয়ার ছিল না। তাই বুড়িগঙ্গায় পাম্প বসিয়ে বিশেষ কায়দায় এখানে পানি আনতে হয়েছে।
তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার ভেতরে প্রচুর দাহ্য পদার্থ আছে। তাই এখনো ধোঁয়া বের হচ্ছে। আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সদস্যরা এখানে কাজ করবে ।ছালেহ উদ্দিন বলেন, আগুনের সূত্রপাত কীভাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে আসলে কীভাবে আগুন লেগেছিল এবং কত ক্ষতি হয়েছে।
এর আগে শনিবার রাত সাড়ে ৩টার দিকে চকবাজারের ইসলামবাগ এলাকায় অবস্থিত ওই রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।